একশ দিনের কাজ সহ গ্রাম-উন্নয়নের বহুবিধ প্রকল্প খাতে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনা অন্তত ২০ হাজার কোটি টাকা। সেই বকেয়া পাওনা দাবি করে ইতিমধ্যে কলকাতায় দুদিন ধর্ণায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোজা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চলে গেলেন তৃণমূল সাংসদরা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি হয় গিরিরাজ দেখা করুন, নইলে তাঁর দফতর অর্থাৎ কৃষিভবনের বাইরে ধর্ণায় বসে পড়বেন তৃণমূল সাংসদরা।
অভিষেকের নেতৃত্বে তৃণমূল সাংসদরা আচমকাই এভাবে চলে যাওয়ায় হই হই পড়ে গিয়েছে কৃষিভবনের সামনে। সংসদ ভবনের অদূরেই কৃষিভবন। তৃণমূলের প্রায় পঁচিশ জন সাংসদ এভাবে গিরিরাজের দফতরের সামনে চলে যেতেই দিল্লি পুলিশ তাঁদের ঘিরে ফেলেন। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন তৃণমূল সাংসদরা কৃষিভবনেই রয়েছেন। দেখা যাক ঘটনা কোন দিকে মোড় নেয়।
১০০ দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগ নতুন নয়। আগেই মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে বিভিন্ন সময় সাক্ষাৎ করেছেন তৃণমূলের সাংসদেরা। এবার আরও বৃহত্তর কর্মসূচির পথে হাঁটছে তৃণমূল। কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে গত ২৯ ও ৩০ মার্চও কলকাতায় দু-দিন ব্যাপী ধর্ণায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ধর্ণামঞ্চে সামিল ছিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে আন্দোলনের জোর বাড়াচ্ছে তৃণমূল।