বুধবার দিঘার প্রেস ক্লাব উদ্বোধনে গিয়ে নতুন শব্দের জন্ম দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনেই বাংলা নববর্ষ আসছে। আর তারই অগ্রিম শুভেচ্ছা জানাতে গিয়ে ‘শুভ নন্দন’ শব্দের জন্ম দিলেন মমতা। তিনি বলেন, ‘আপনাদের শুভ নব বৈশাখের শুভনন্দন জানাচ্ছি। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন। আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন। অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন ভাল থাকুন। নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে। শুভ কামনা, অভিনন্দন— শুভ নন্দন কেন হতে পারে না? শুভেচ্ছা এবং নন্দন দুটোই আছে। নান্দনিক বলতে পারেন।’
এর পাশাপাশি বুধবার মুখ্যমন্ত্রী এ-ও জানিয়েছেন, যে দিঘার দু’টি বিচের নামকরণও করা হয়েছে। একটির নাম ঢেউ সাগর, অন্যটির নাম সূর্য সাগর। মূলত জেলার সাংবাদিকদের জন্য দিঘায় এই প্রেস ক্লাবের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘মিডিয়া হলেও আপনারা সরকারের একটা অংশ। আমাদের বৃহত্তর পরিবার।’ জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের সমন্বয় রাখারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকরা সূত্র থেকে যেসব খবর পান তা যাতে প্রশাসনকে জানানো হয় সেই বার্তাও দেন মমতা। তাঁর কথায়, ‘আপনারা জানালে তবেই প্রশাসন ব্যবস্থা নিতে পারে।’
