এবার আইআইটি গুয়াহাটির ইনস্টিউটের অধীনে জয়েন্ট এডমিশন টেস্ট অফ মাস্টার ডিগ্রি ২০২৩ পরীক্ষায় ম্যাথামেটিক্যাল স্ট্যাটিসটিকসে ৫৯ নম্বর পেয়ে ভারতে প্রথম স্থান অধিকার করলেন ছেলে বাংলার রূপাঞ্জন মুখার্জি। মোট ২৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম হয়ে সাফল্যের নজির গড়েছেন তিনি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র রূপাঞ্জন জানান, ’ভাল ফলাফল করব ভেবেছিলাম। কিন্তু, প্রথম হব ভাবতে পারিনি।’ জানা গিয়েছে, সারা দিনে তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করেই এই রেজাল্ট করেছন রূপাঞ্জন।
নৈহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গিরিশ ঘোষাল রোডের বাসিন্দা রূপাঞ্জন। বাবা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় একজন শিক্ষক। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা। তিনি জানিয়েছেন, ‘আমার ছেলে পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল। ২০২০ সালে ও পশ্চিমবঙ্গে সপ্তম হয়েছিল। বাবা হিসেবে তো বটেই, রূপাঞ্জনের শিক্ষক হিসেবেও আজ আমার অত্যন্ত গর্বের দিন।’ রূপাঞ্জনের মা রূপালী মুখোপাধ্যায় বলেন, ’আমার ছেলে জীবনে যা করতে চায়, তাই করুক। ও যাতে সব কিছুতে সাফল্য পায়, মা হিসেবে এটুকুই চাইব। আমরা ওর পাশে আছি।’ আর রূপাঞ্জন জানিয়েছেন, আগামীতে স্ট্যাটিস্টিক্স নিয়েই পড়াশোনা করতে চান তিনি।
