তেলেঙ্গানায় ধুন্ধুমার কাণ্ড শুরু হয়েছে। সম্মুখ সমরে শাসক দল ভারত রাষ্ট্র সমিতি ও বিজেপি। বুধবার ভোর রাতে রাজ্যের বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় কুমারকে ঘুম থেকে তুলে গ্রেফতার করে পুলিশ। বিশাল পুলিশ বাহিনী বাড়ি ঘিরে ফেললে মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে। বিজেপির কর্মী-সমর্থকেরা দলে দলে সভাপতির বাড়িতে জড়ো হতে থাকে। পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় সভাপতিকে গ্রেফতারের সময়।
এদিকে, দু’দিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেলেঙ্গানা সফরে যাওয়ার কথা। হায়দ্রাবাদ ছাড়াও রাজ্যের আরও এক জায়গায় তাঁর সভা করার কথা। মাস কয়েক পরই ওই রাজ্যে বিধানসভার ভোট। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে গ্রেফতারের খবর দেওয়ার পাশাপাশি বলেছেন, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জন্য এই সিদ্ধান্ত মোটেই সুখকর হবে না।
তেলেঙ্গানায় মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছিল। তাতে হিন্দি প্রশ্ন ফাঁস হয়ে যায়। পুলিশ তিন ব্যক্তিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার করে। তাদের একজন বিজেপি রাজ্য সভাপতির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পুলিশ জানিয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্তে পুলিশ এই বিজেপি নেতা তথা সাংসদকে গ্রেফতার করেছে বলে খবর। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর সফর ভেস্তে দিতেই রাজ্য বিজেপির সভাপতিকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে।