সংবাদমাধ্যমের স্বাধীন থাকা প্রয়োজন। সরকারের নীতির সমালোচনা করাকে কখনই দেশবিরোধী বলা যায় না। বুধবার সংবাদ মাধ্যম সংক্রান্ত একটি মামলার শুনানি করতে গিয়ে এমনই তাৎপর্যপুর্ন মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এদিন মালয়ালম নিউজ চ্যানেল মিডিয়া ওয়ান-এর ওপর কেন্দ্রের নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছে তারা।
প্রসঙ্গত, নিরাপত্তার কারণ দেখিয়ে মিডিয়া ওয়ান-এর সম্প্রচার নিষিদ্ধ করার কেন্দ্রের সিদ্ধান্তকে বহাল রেখেছিল কেরালা হাইকোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ এদিন কেরালা হাইকোর্টের সেই নির্দেশকে বাতিল করে দিয়ে মন্তব্য করেছে, সরকারের নীতির সমালোচনা করাকে কখনই দেশবিরোধী বলা যায় না। শক্তিশালী গণতন্ত্রের জন্য স্বাধীন সংবাদমাধ্যম একান্ত প্রয়োজনীয়।
