মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি জনগণের কাছে তুলে ধরতে ফের দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। যা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। এটা পঞ্চায়েত ভোটের প্রচার বলেও তোপ দেগেছে কংগ্রেস থেকে বিজেপি।
অথচ, মঙ্গলবার দুয়ারে সরকার শিবিরে উপস্থিত জেলা বিজেপির সহ-সভাপতি। শুধু উপস্থিত থাকা নয়, রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলির প্রচারে বাউল গানের সঙ্গে খোল বাজাতেও দেখা গেল জেলা বিজেপির শীর্ষ স্থানীয় এই নেতাকে। এখানেই শেষ নয়, স্থানীয় তৃণমূল বিধায়কের সঙ্গে করমর্দন করতেও দেখা গেল তাঁকে। শুনতে অবিশ্বাস্য লাগলেও মঙ্গলবার সকালে এমনই ঘটনার সাক্ষী হল মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের কুন্নরুন গ্রাম পঞ্চায়েত এলাকা। যা নিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে, রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচিতে হাজির হওয়া ওই বিজেপি নেতার নাম সুখেন ভাণ্ডারী। তিনি মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি। এদিন মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের কুন্নরুন গ্রাম পঞ্চায়েতের মান্দ্রা হাই স্কুলে হয়েছিল দুয়ারে সরকার শিবির। সেই শিবিরেই উপস্থিত হয়ে খোল বাজাতে, করতালি দিতে দেখা গেল সুখেন ভাণ্ডারীকে। মূলত, রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলির প্রচারে দুয়ারে সরকার শিবিরে বসেছিল বাউল শিল্পীদের আসর। সেই আসরেই বাউলদের গানের সঙ্গে তালে তাল মিলিয়ে খোল বাজান এবং করতালি দেন এই নেতা। তারপর বড়ঞার তৃণমূল বিধায়কের সঙ্গে করমর্দন করতেও দেখা যায় তাঁকে।