মঙ্গলবার দুপুরে ছাঙ্গু থেকে নাথু লা যাওয়ার পথে তুষারধসের কবলে পড়ে প্রাণ যায় ৭ পর্যটকের। এবার সেই তুষারধসে মৃতদের পরিচয় জানাল সিকিম সরকার। সাতজনের মধ্যে ২ জন বাঙালি রয়েছেন। তাঁদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা। এবং আরেকজনের ঠিকানা জানা যায়নি। বাকিদের মধ্যে তিনজন নেপাল ও দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা। গুরুতর জখম ১৩ জনের মধ্যে ৭ জন বাংলার বাসিন্দা রয়েছেন। তাঁদের মধ্য়ে ৫ জন কলকাতা ও ২ জন শিলিগুড়ি নিবাসী।
জানা গিয়েছে, মৃত দুই পর্যটকের মধ্যে রয়েছে কলকাতার প্রীতম মাইতি। আরেক বাঙালি পর্যটক সৌরভ রায়চৌধুরি কোন জেলার বাসিন্দা তা স্পষ্ট নয়। অন্যদিকে, ওই ঘটনায় জখম বাঙালি পর্যটকদের মধ্যে রয়েছেন শিলিগুড়ির পাপাই সরকার ও রঞ্জিতা দাস। কলকাতার পর্যটকদের মধ্যে রয়েছেন-পুতুল সিং, রাকেশ সিং, সুমিত দাস, তথাগত রায়চৌধুরী ও শুভ্রজ্যোতি। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে সিকিম সরকারের তরফে জানা গিয়েছে, বুধবারও নাথু লা ও ছাঙ্গুর রাস্তা বন্ধ থাকছে। পর্যটকদের ওই পথে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
