বিরোধী দলগুলিকে জোট বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তবে কেবল বিরোধীদের নয়, এক ধাপ এগিয়ে একেবারে বিজেপি-ঘনিষ্ঠ দলকে জোট-বার্তা দিলেন ডেরেক।
সরাসরি বিজেপি-ঘনিষ্ঠ দুই দল বিজেডি, ওয়াইএসআর (সিপি)কে বিরোধীদের সঙ্গে আসার আহ্বান জানিয়েছেন ডেরেক ও ব্রায়েন। বিজেডি, ওয়াইএসআর-কে বিরোধী-জোটে সামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন দূরে থাকার সময় নয়। সবাইকে একজোট হতে হবে। বিজেপি সরকারকে রুখতে বিরোধীদের সঙ্গে একমঞ্চে আসুন’।
জানা গিয়েছে, এদিন দিল্লিতে ডিএমকে-র ডাকা অল ইন্ডিয়া ফেডারেশন ফর সোশ্যাল জাস্টিস-এর বৈঠক ছিল। কিন্তু সেই বৈঠকে নবীন পট্টনায়কের বিজেডি ও জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআর (সিপি)-র যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু, শেষ পর্যন্ত এই দুই দলের কোনোপ্রতিনিধি হাজির হননি। এর প্রেক্ষিতেই তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন তাঁদের জোটে সামিল হওয়ার আহ্বান জানালেন বলে সূত্রের খবর।
সাধারণত, কেন্দ্রের জোট শরিকদের বিরোধী-জোটে আসার আহ্বান জানানোর ঘটনা দেখা যায় না। কিন্তু, এদিন যেভাবে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন নাম না করে বিজেডি ও ওয়াইএসআর-কে বিরোধী-জোটে আসার আহ্বান জানালেন, তা এনডিএ জোটে চিড় ধরানোর একটি প্রচেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল।