এবার রাজ্যের অন্নদাতাদের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খরিফ মরশুমে বৃষ্টির ঘাটতির কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ৫ লক্ষ ৮০ হাজার কৃষককে ৩৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিল তাঁর সরকার। নবান্ন সূত্রে এই খবর জানিয়ে বলা হয়েছে, মুর্শিদাবাদ, মালদহ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান জেলায় এ বছর খরিফ মরশুমে যথেষ্ট বৃষ্টির ঘাটতি ছিল। এখানকার কৃষকরাই বেশি করে ক্ষতিপূরণ পেয়েছেন। এর আগে শেষ রবি মরশুমেও ৯ লক্ষ ৪৪ হাজার কৃষক ৪২৫ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছিলেন কৃষকরা। সুতরাং চলতি বছরে বাংলা শস্য বীমা যোজনা থেকে ১৫ লক্ষ ২৪ হাজার কৃষক দুই মরশুম মিলিয়ে পেলেন ৭৭০ কোটি টাকা।
প্রসঙ্গত, ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষীদের স্বার্থে এই প্রকল্প চালু করেন। কেন্দ্র থেকে একটা টাকাও নেওয়া হয় না এই প্রকল্পে। চাষীদের একটা টাকাও প্রিমিয়াম দিতে হয় না। চাষীদের হয়ে বিমা কোম্পানিকে প্রিমিয়াম দেয় রাজ্য। শুধুমাত্র আলু এবং আখ চাষীদের সামান্য কিছু প্রিমিয়াম দিতে হয়। এই প্রকল্পে রিমোট সেন্সিং, উপগ্রহ চিত্র, আবহাওয়ার তথ্য, গ্রাউন্ড টুথিং-সহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ফসলের স্বাস্থ্য খতিয়ে দেখে চাষীর ক্ষতিপূরণের মাত্রা ধার্য করা হয়। ফলে খুব দ্রুত ক্ষতিপূরণ মেলে। এখনও পর্যন্ত ৭০ লক্ষ চাষী বাংলা শস্য বিমা যোজনার আওতায় নথিভুক্ত হয়েছে। এখনও পর্যন্ত মোট ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ২৪৫৩ কোটি টাকা।
