গত সপ্তাহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রয়োজনে দিল্লী অবরোধ করে নিজেদের দাবি আদায় করবে তৃণমূল। আর সপ্তাহ না কাটতেই দিল্লী পৌঁছে গেলেন তিনি। সংসদের অধিবেশনে যোগ দিতে রবিবার দিল্লীতে গিয়েছেন ডায়মণ্ড হারবারের সাংসদ। আজ, সোমবার দ্বিতীয়ার্ধে অধিবেশনে যোগ দেবেন তিনি। তবে তার আগে দলের সমস্ত সাংসদকে নিয়ে বৈঠক করার কথা তাঁর। সংসদে কেন্দ্র বিরোধিতার রণকৌশল ঠিক হতে পারে অভিষেকের নেতৃত্বে।
এদিকে, চারদিন পর সোমবার সকালে সংসদে অধিবেশন শুরুতেই মুলতুবি হয়ে যায়। দুপুর ২টোর পর থেকে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বসার কথা। অধিবেশনের দ্বিতীয়ার্ধ্বেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। তার আগে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদের। মনে করা হচ্ছে, সংসদে বিজেপির ওপর আরও চাপ তৈরি করা যায়, সেসব নিয়ে আরও সুচারু রণকৌশল ঠিক হতে পারে। অন্যদিকে, অভিষেকের উপস্থিতিতে সংসদে তৃণমূলের সংসদীয় দল আরও সুর চড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
