সিপিএম আমলে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে বাম নেতাদের পরিবারের সদস্য বা ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। প্রথমেই রাজ্যের শাসক দলের তরফে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দিকে আঙুল তোলা হয়েছে। খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলন করে বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর নিয়োগ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। এবার সুজনকে সরাসরি নিশানা করলেন রাজ্যের আরেক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁকে ভণ্ড বলে কটাক্ষ করেছেন খড়দহের বিধায়ক।
গত কয়েকদিন ধরেই বামেদের পর্দাফাঁস করতে কোমড় বেঁধে নেমেছে ঘাসফুল শিবির। চর্চা চলছে বাম আমলের দুর্নীতি নিয়ে। বারবার দাবি করা হচ্ছে, সেই সময় নাকি স্বজনপোষণ হত ব্যাপকভাবে। যার ফলে যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হতেন। সুজন চকবর্তী ও তাঁর পরিবারের একাধিক সদস্যের সরকারি চাকরি নিয়ে প্রশ্নও তোলা হয়েছে। এই আবহেই বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়ের নিশানায় সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘এখন দেখলে মনে হয় পাক্কা বৈষ্ণব, কোনওদিন একটা পিঁপড়েও মারেনি। এই ভণ্ডদের থেকে সাবধান থাকবেন।’
