বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ এখনও অব্যাহত রেখেছ কেন্দ্র। একশো দিনের কাজ প্রকল্পে এবছর ১ টাকাও দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে মোদী সরকার। একই ভাবে আবাস যোজনাতেও বরাদ্দ বন্ধ। এহেন পরিস্থিতি দেখে এবার মিড ডে মিল নিয়েও সন্দেহ প্রকাশ করল নবান্ন। মিড ডে মিল খাতে সম্প্রতি ৬৪০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সরকার। রাজ্যে প্রকল্প চালাতে ওই টাকা এমনিতেই প্রাপ্য। কিন্তু একই সঙ্গে বাংলায় মিড মিল প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কেন্দ্রের টিম এক তরফা একটি রিপোর্ট পেশ করেছে। তা নিয়েই প্রবল অসন্তোষ প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
এবিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রের যে কোনও যৌথ প্রকল্পেই জয়েন্ট রিভিউ মিশন থাকে, যে মিশনে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকেন। এবছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জয়েন্ট রিভিউ মিশন রাজ্যের বিভিন্ন এলাকায় ঘুরে মিড ডে মিল স্কিমের বাস্তবায়ন পরিদর্শন করেন। স্বাভাবিকভাবেই সেই টিমে কেন্দ্রের সঙ্গে রাজ্যের প্রতিনিধিরাও ছিলেন। তার পর কেন্দ্রের প্রতিনিধিরা এক তরফা ভাবে একটি রিপোর্ট পেশ করেছেন। সেই রিপোর্টে রাজ্যের অধিকর্তার সই থাকা পরের কথা, রিপোর্টে কী লেখা রয়েছে তাও রাজ্যের অফিসারদের জানানো হয়নি। কেন্দ্রের এই আচরণেই প্রমাদ গুনছে শিক্ষা দফতর। ব্রাত্য জানিয়েছেন, এ ব্যাপারে তাঁরা জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। সেই চিঠির জবাব পেলে ভাবা হবে পরবর্তী পদক্ষেপের কথা।
