মাফিয়ার পুরো দলটাই দিলীপ ঘোষ দাদার হাত ধরে বিজেপিতে যোগদান করে। তারপর দেওঘরের কাছে বিখ্যাত শিবমন্দিরে তাঁদের একসাথে পুজো দিতে যাওয়ার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ভরসন্ধেয় বর্ধমানে জাতীয় সড়কে শুটআউটে ব্যবসায়ী রাজু ঝাঁ খুন হতেই এবার গেরুয়া শিবিরের দিকে আঙুল তুলে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।
টুইটে তিনি এ-ও বলেন, ‘তৎকালীন কয়লামন্ত্রীদের কাছে যাদের বিরুদ্ধে অনেক ‘তথ্য’ দিয়েছিলাম তাদের অনেকেই আজ বিজেপিতে। আমার প্রশ্ন, সিবিআই-ইডি হচ্ছে হোক, কিন্তু শুধু বিরোধীদের বিরুদ্ধে কেন? স্বয়ং কয়লামন্ত্রীর সঙ্গে যারা কয়লা মাফিয়াদের আলাপ করাচ্ছে, ফেসবুকে তাদের ছবি ঘুরছে, তারা ‘শুদ্ধ’ হচ্ছে কিভাবে?’ বাবুলের প্রশ্ন, ‘দুষ্টু’ লোকগুলি সিবিআই-ইডির লিস্ট থেকে কী করে ভ্যানিশ হচ্ছে?
