প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা কী, তা জানতে তথ্য জানার অধিকার আইনে মামলা করেছিলেন তিনি। আর এই প্রশ্ন তোলায় শাস্তি হিসেবে ২৫ হাজার টাকা জরিমানা হয়েছে তাঁর। কিন্তু, এসব কিছুকে হেলায় উড়িয়ে ফের মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লীর মুখ্যমন্ত্রী মোদীকে কটাক্ষ করে বলেন, ভুয়ো বলেই শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যে আনতে প্রধানমন্ত্রীর এত সমস্যা।
শনিবার সাংবাদিক বৈঠকে কেজরি বলেন, ‘গুজরাত হাই কোর্টের রায়ে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয় আরও বেড়ে গেল। প্রধানমন্ত্রী কতদূর পড়াশোনা করেছেন, জানতেই পারছেন না মানুষ। কয়েক বছর আগে অমিত শাহ সাংবাদিক বৈঠক করে ডিগ্রি দেখিয়েছিলেন। ডিগ্রি যদি যথার্থ হয়, তাহলে দেখাতে সমস্যা কোথায়?’ তাঁর আরও সংযোজন, ‘প্রধানমন্ত্রীর ডিগ্রি না দেখানোর পিছনে দু’টি কারণ থাকতে পারে। হতে পারে, অহঙ্কারী তিনি। ভাবতে পারেন, ‘আমি কেন ডিগ্রি দেখাব! আমার ডিগ্রি দেখতে চাওয়ার এরা কে? এদের কী যোগ্যতা?’ আর দ্বিতীয়ত, হতে পারে যে, ভুয়ো বা নকল বলেই ডিগ্রি দেখানো হচ্ছে না।’
