জয় দিয়েই এবছরের আইপিএল অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে কার্যত উড়িয়ে দিয়েছেন ডুপ্লেসি-বিরাটরা। চেনা ছন্দে দেখা গিয়েছে বিরাটকে। প্রথম ম্যাচেই আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের নজির স্পর্শ করেছেন বিরাট। এদিন ৪৯ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন ৬টি চার এবং ৫টি ছক্কা।
উল্লেখ্য, ডেভিড ওয়ার্নারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে ৫০টি বা তার বেশি অর্ধশতরানের ইনিংস খেলে ফেললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি প্রথম এই নজির গড়লেন। এত দিন এই কৃতিত্ব ছিল শুধু এ বারের দিল্লী ক্যাপিটালস অধিনায়ক ওয়ার্নারের। রবিবার ফ্যাফ ডুপ্লেসির সঙ্গে বিরাটের প্রথম উইকেটের জুটিতে ওঠে ১৪৮ রান। তাতেই একরকম নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফলাফল।
