দেশের বিচার বিভাগকে প্রকাশ্যে হুমকি দেওয়ার জন্য কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু’র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আইনজীবীরা। এরই সঙ্গে দেশের তিন শতাধিক আইনজীবী রিজিজুকে খোলা চিঠি পাঠিয়েছেন।
শুধু তাই নয় এবার কেন্দ্রীয় আইনমন্ত্রীর মন্তব্যের কড়া নিন্দা করে দেশের প্রাক্তন আমলারা বলেছেন, ‘আপনি যা করতে চাইছেন, তাতে বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছুই আর অবশিষ্ট থাকবে না। স্বৈরতান্ত্রিকতার পদধ্বনি শোনা যাচ্ছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে কেন্দ্রের সঙ্গে বিচার বিভাগের দূরত্ব ক্রমেই বেড়ে চলেছে। দেশের সব হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ ও বদলিসংক্রান্ত বিষয়ে যে ব্যবস্থা চালু রয়েছে, যাকে বলা হয় ‘কলেজিয়াম পদ্ধতি’, মোদী সরকারের তা মনঃপূত নয়।
সরকার চাইছে ওই নিয়োগব্যবস্থার অংশ হতে। সুপ্রিম কোর্ট তাতে আপত্তি জানিয়ে চলেছেন। এই টানাপোড়েন সৃষ্টি করেছে বিতর্ক। সেই বিতর্ককেই বহুগুণ বাড়িয়ে দিয়েছে আইনমন্ত্রী রিজিজুর সাম্প্রতিক কালের বিভিন্ন মন্তব্য।
মোদী সরকারের বহু সিদ্ধান্তই বাধা পাচ্ছে আদালতে। তা নিয়ে সরকার, শাসক দল ও সংসদের দুই কক্ষের স্পিকারদের সঙ্গে বিচার বিভাগের সংঘাতও বেড়ে চলেছে। ‘পেগাসাস’ মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সরকার মানতে চায়নি। ফোনে আড়িপাতার তদন্তে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির সঙ্গে সরকার সহযোগিতা করেনি। আদানি–কাণ্ডে তদন্ত কমিটি গঠনের বিরোধিতা করেছে। ঘৃণা ভাষণসংক্রান্ত মামলায় সরকারের উদাসীনতা নিয়ে কড়া প্রশ্ন তোলায় সুপ্রিম কোর্টের ওপর সরকার ক্ষুব্ধ হয়েছে।