তিলজলার শিশুকন্যা খুনের ঘটনা নিয়ে আগেই চরমে উঠেছিল কেন্দ্র-রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সংঘাত। এবার মালদার গাজোলে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন সুদেষ্ণা। এ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন তিনি।
আজ, শনিবার মালদার ছাত্রীকে ধর্ষণের ঘটনা খতিয়ে দেখতে গিয়েছেন দুই কমিশনের প্রতিনিধিরা। আর সেখানেই প্রিয়াঙ্ক কানুনগোর বিরুদ্ধে খারাপ ব্যবহার করা এবং হুমকি দেওয়ার অভিযোগ জানিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। সুদেষ্ণার অভিযোগ, তাঁর দিকে আঙুল তুলে গেট আউট বলে চিৎকার করেছেন প্রিয়াঙ্ক।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজ্য ও জাতীয় দুই শিশু সুরক্ষা কমিশন দুজনেরই একই এক্তিয়ার আছে। ওঁরা কখনই আমাদের জানিয়ে আসেন না। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে সমন্বয় সাধন করে কাজ করতে হবে। তাই আমি গিয়েছিলাম। উনি লাফিয়ে উঠে বলেন, গেট আউট। আঙুল তুলে তেড়ে আসেন আমার দিকে। এই চিৎকার বাইরে থেকে সবাই শুনেছেন।’