শনিবারও রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ কালবৈশাখীর মতো পরিস্থিতি। কলকাতা-সহ ১৪টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজও রাজ্যে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা। বিকেল পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানান হয়েছে। এদিকে মেঘলা আকাশের কারণে শহরে তাপমাত্রা কমেছে বেশ খানিকটা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস।
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার গতি বাড়ার পাশাপাশি বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ থেকে শনিবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। কাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪০-৬০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল দু’-একটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।