দিল্লীতে দেখা কর। তোকে একে-৪৭ দিয়ে উড়িয়ে দেব। তোরও মুসওয়ালার মতো অবস্থা করব। এবার এমনই প্রাণনাশের হুমকি পেলেন শিবসেনা(উদ্ধব শিবির) সাংসদ সঞ্জয় রাউত। শুক্রবার রাতেই মেসেজ করে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সঞ্জয় নিজেই। তিনি ইতিমধ্যেই মুম্বই পুলিশকে এই বিষয়টি জানিয়েছে।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে রাউত জানিয়েছেন, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে শুক্রবার রাতেই তাঁর মোবাইল ফোনে একটি মেসেজ আসে। ইতিমধ্যেই পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই আবহে বিরোধী দলের নিরাপত্তা নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন সঞ্জয় রাউত। তিনি বলেছেন, বিরোধী দলের নিরাপত্তা নিয়ে রাজ্য প্রশাসন চিন্তিত নয়। তিনি বলেন, ‘আমি ফোনে হুমকি পেয়েছি। আমি এই বিষয়ে পুলিশকে জানিয়েছি। কিন্তু এই সরকার এই বিষয়ে চিন্তিত নয়। আমাকে এরকম আগেও হুমকি দেওয়া হয়েছে। তবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী একে স্টান্ট বলে তাচ্ছিল্য করেছেন।’