সিপিএম আমলে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে বাম নেতাদের পরিবারের সদস্য বা ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। এর পাশাপাশি বাম আমলে চাকরির অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন প্রাক্তন বাম নেতারাও৷ কিছুদিন আগে যেমন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তাঁর বাবা প্রাক্তন মন্ত্রী কমল গুহ সেই সময় বামেদের দলীয় নীতি মেনে কীভাবে চাকরি দিয়েছেন, তা নিয়ে মুখ খুলেছিলেন। যা নিয়ে তাঁর পুরনো দল ফরওয়ার্ড ব্লক জানিয়েছে, অপমান করা হয়েছে প্রাক্তন মন্ত্রী কমল গুহকে। এবার তারই পালটা দিলেন উদয়ন। তিনি হুঁশিয়ারি দিয়ে জানালেন, ‘বাম আমলে চাকরি কেলেঙ্কারি ও প্রয়াত কমল গুহর প্রতি কার কত ভালবাসা, রবিবার চৌপথিতে তার ঝাঁপি খুলব।’
প্রসঙ্গত, ১৯৬২ সালে প্রথমবার দিনহাটার বিধায়ক হন কমল গুহ। ১৯৭৭ সাল থেকে ১৪ বছর বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। যদিও এক সময় মতবিরোধের জেরে মন্ত্রিসভায় থাকতে অস্বীকার করেছিলেন তিনি। দলের সঙ্গে মতের অমিল হয় তাঁর। ফরওয়ার্ড ব্লক তাঁকে সাসপেন্ড করলে সমাজবাদী ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। ১৯৯৬ সালে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেও ভোটে জেতেন। তবে ১৯৯৯ সালে পুরনো দলে ফিরেছিলেন। ২০০১ সালের বিধানভোটে জিতে রাজ্যের কৃষিমন্ত্রীও হন তিনি। এই সময়ের চাকরি দুর্নীতি নিয়েই সরব হন প্রয়াত কমল গুহের পুত্র, তথা রাজ্যের বর্তমান মন্ত্রী উদয়ন গুহ ৷ গত ২৫ মার্চ ‘বাম আমলে দুর্নীতির কথা’ বলতে গিয়ে তাঁর বাবার নাম নিয়ে তিনি বলেন, ‘বামফ্রন্ট আমলে কমল গুহ মন্ত্রী থাকাকালীন বাড়িতেই চাকরির তালিকা তৈরি হত। কোটাতে চাকরি হত। সেই হিসেবে কমল গুহ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন।’