হাওড়াকাণ্ড নিয়ে মুখ খুলে এবার যেন তৃণমূলের সুরেই সুর মেলালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কড়া বিবৃতি দিয়ে তিনি সাফ জানালেন, ‘হনুমান লঙ্কায় আগুন লাগিয়েছিলেন ধর্মের জন্য, এরা আগুন লাগিয়েছে অধর্মের জন্য’। শুধু তাই নয়। এর পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখার জন্য বিশেষ কমিটি গঠন করলেন রাজভবনে।
প্রসঙ্গত, হাওড়ার কাজিপাড়ায় অশান্তির পরেই রাজ্যপালকে ফোন পরিস্থিত সম্পর্কে খোঁজখবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই হাওড়াকাণ্ডে তৎপর হন রাজ্যপাল। বিকেলেই রাজভবনে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা বৈঠক করেন তিনি। রাজ্যপালের বিবৃতিতে উল্লেখ, ‘মানুষকে বোকা বানাতে পারবে ভেবে যারা হিংসার আশ্রয় নেয় তাড়াতাড়ি বুঝতে পারবে তারা মুর্খের স্বর্গে বাস করছে।’
বিবৃতিতে তিনি এ-ও বলেন, ‘দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। রামনবমীর দিন জনগণের সম্পত্তিতে আগুন লাগানো প্ররোচনামূলক। ধর্ম রক্ষায় লঙ্কায় আগুন লাগিয়েছিলেন হনুমান। পুলিশ নিরপেক্ষ ও সৎ হবে। তারা উর্ধ্বতন কর্তৃপক্ষ ও শান্তিপ্রিয় মানুষকে বিমুখ করবে না নিশ্চয়ই।’
সূত্রের খবর, হাওড়া পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ব্যক্তিগত স্তরে আলোচনা করেছেন রাজ্যপাল। রাজ্যকে তাঁর নির্দেশ, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। রাজ্যপালকে যথাযথ ব্যবস্থার নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।