এর আগে অধিবেশন চলাকালীন বিধানসভায় পর্ন ভিডিও দেখে খবরের শিরোনামে এসেছিলেন কর্ণাটকের বিজেপি মন্ত্রী লক্ষণ সাভাদি। সম্প্রতি সেই একই কাণ্ড ঘটিয়েছেন ত্রিপুরার এক বিজেপি বিধায়ক। বিধানসভা অধিবেশন চলাকালীন পর্ণ ভিডিও দেখতে গিয়ে ধরা পড়েছেন ত্রিপুরার বাগবাসার বিজেপি বিধায়ক যাদব লাল নাথ। বৃহস্পতিবার ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, যখন বিধানসভা সমাবেশ চলছিল, তখনই এই নেতা মঞ্চের পিছনে বসে নীল ছবি দেখছিলেন। তখনই তাঁর অজান্তে কেউ একজন তাঁর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই বিশেষ ভিডিয়োটি নজর এড়ায়নি দেশের বিনোদন মহলেরও। এবার যেমন এ নিয়ে মুখ খুললেন অভিনেতা প্রকাশ রাজ। যাদব লাল নাথের তীব্র নিন্দা করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ব্লুজেপি, লজ্জা’! প্রসঙ্গত, প্রকাশ রাজ বলিউড এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রখ্যাত অভিনেতা। অভিনয়ের পাশাপাশি প্রায়শই রাজনৈতিক এবং সামাজিক ইস্যুতেও প্রতিক্রিয়া জানান তিনি। এবার যেমন যাদব লাল নাথের ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখলেন, ব্লু জেপি, লজ্জিত, ধিক্কার।
