রাম নবমীর মিছিলে অস্ত্রের আস্ফালন নিয়ে গত কয়েক বছর ধরে বাংলায় বিতর্ক চলছে। কিন্তু তা বলে বন্দুক? বৃহস্পতিবার মিছিলের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, এক যুবক রিভলভার হাতে নিয়ে রামনবমীর মিছিলে সামিল হয়েছে। বড় কথা হল, সেই আগ্নেয়াস্ত্র যে লুকিয়ে রাখা রয়েছে, তা নয়। তা একেবারেই খোলামেলা ভাবে হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে ওই যুবক।
শুক্রবার এ নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘কখনও দেখেছেন বন্দুক নিয়ে ধর্মীয় মিছিল হয়? ধর্ম শান্তির কথা বলে, মানবিকতার কথা বলে। আর কালকে বন্দুক, ছোরা, তরোয়াল, বুলডোজার—সব নিয়ে মিছিল করেছে’।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইট করে লিখেছেন, ‘এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। হিংসার জন্য জোগান দেওয়া হচ্ছে অস্ত্রেরও। ইচ্ছাকৃত সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে বিজেপি এই নীল নকশা এঁকেছে।’
রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে বিক্ষিপ্ত ভাবে উত্তেজনা যে ছড়াতে পারে সেই আশঙ্কা প্রশাসনের আগাম ছিলই। মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে আগে থেকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ধর্মাচরণের অধিকার সবার রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে মিছিলের নামে অন্যের উপর হামলা করা হবে।