মশা তাড়ানোর ধূপ শুধু মশাদের জন্যই নয়, মানুষের জন্যও যে কী মারাত্মক হতে পারে, এবার তারই সাক্ষী রইল রাজধানী। নয়াদিল্লির শাস্ত্রী পার্ক এলাকার একটি বাড়িতে রাতে ঘুমানোর সময় মশার ধূপ জ্বেলে ঘুমিয়েছিল গোটা পরিবার। সদস্যদের মধ্যে ছিল এক সদ্যোজাত শিশুও। শুক্রবার সকালে ওই শিশু-সহ বাড়ির ৬ জনেরই ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশের প্রাথমিক অনুমান, মশার ধূপের ধোঁয়ায় ঘরে গ্যাস চেম্বার হয়ে মৃত্যু হয়েছে প্রত্যেকের।
জানা গিয়েছে, ঘটনাস্থলে গিয়ে পুলিশ দরজা ভেঙে দেখে ৬ জনই অচেতন অবস্থায় একটি ঘরে শুয়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন। দক্ষিণ-পূর্ব ডিস্ট্রিক্টের ডেপুটি পুলিশ কমিশনার জয় তির্কে জানিয়েছেন, ওই পরিবারের ছয় সদস্য দরজা ও জানালা বন্ধ করে ঘরে মশার ধূপ জ্বালিয়েছিলেন। তাঁরা ঘুমিয়ে পড়লেও ধূপ নেভানো হয়নি। আর সেই ধূপের ধোঁয়াতেই ভরে যায় গোটা ঘর। ঘুমের মধ্যে ক্রমাগত কার্বন মনোক্সাইড গ্যাস ঘরে ছড়িয়ে পড়ে। আর শরীরে সেই গ্যাস ক্রমাগত যাওয়ার ফলে দমবন্ধ হয়ে প্রাণ হারান প্রত্যেকে।