হাতে আর র বেশিদিন নেই। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর সেদিকে তাকিয়ে এপ্রিল মাসের শুরুতেই পূর্ব মেদিনীপুর জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই পূর্বনির্ধারিত সফরে কিছু পরিবর্তন ঘটেছে। তিনি নির্দিষ্ট দিনে পূর্ব মেদিনীপুর জেলায় গেলেও সেখানে তাঁর কর্মসূচীর কিছু পরিবর্তনের কথা জানিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী তথা জেলার বিধায়ক অখিল গিরি ও বিপ্লব রায় চৌধুরি। প্রথমে জানা গিয়েছিল, আগামী ৩রা এপ্রিল থেকে ৬ই এপ্রিল এই চারদিন জেলা সফরে থাকবেন মুখ্যমন্ত্রী। ৩ তারিখ বিকেল নাগাদ তাঁর দিঘায় আসার কথা ছিল। ৪ তারিখ ছিল দলীয় সভা। ৫ তারিখ বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করে ৬ তারিখ কলকাতা ফিরবেন, এমনটাই আগে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেখানেই কিছু পরিবর্তন ঘটেছে।
রাজ্যের দুই মন্ত্রী জানিয়েছেন, আগামী ৩ এপ্রিলই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে ৫ তারিখ দিঘায় যে বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করার কথা ছিল সেটা এগিয়ে এনে ৩ তারিখ করা হয়েছে। একই সঙ্গে সেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল দিঘায়। সেটা হবে খেজুরির ঠাকুরনগরে। ৩ তারিখ মুখ্যমন্ত্রী সরাসরি কলকাতা থেকে এই ঠাকুরনগরেই আসবেন এবং সেখানে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। তারপর দিঘায় রাত্রিবাস করে পরের দিন ৪ তারিখ দলীয় কর্মীসভায় যোগদান করবেন। তার পরে মুখ্যমন্ত্রী কী কর্মসূচি রেখেছেন তা এখনও জানা যায়নি। তবে তিনি নন্দীগ্রামে যেতে পারেন বলেই সূত্র মারফত জানা গিয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী তাজপুর বন্দরের নির্মাণস্থল এলাকা পরিদর্শনেও যেতে পারেন। এর পাশাপাশি জেলায় দলের নেতা থেকে বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে একটি বৈঠকও করতে পারেন তিনি।