দেশের ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলিতে দিনের পর দিন মহিলাদের ওপর সংঘটিত অপরাধের সংখ্যা বেড়েই চলেছে। এবার যেমন বিজেপি শাসিত কর্ণাটকে লজ্জা। পার্কে বন্ধুর সঙ্গে বসে সময় কাটানোর সময় তরুণীকে জোর করে তুলে নিয়ে গিয়ে চলন্ত গাড়ির মধ্যে গণধর্ষণ করল একদল যুবক। ইতিমধ্যেই ধর্ষণের সঙ্গে যুক্ত চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই চার অভিযুক্তের নাম সতীশ, বিজয়, শ্রীধর এবং কিরণ। জানা গিয়েছে, গত ২৫ মার্চ বেঙ্গালুরুর ন্যাশনাল গেমস ভিলেজ পার্কে বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছিলেন নির্যাতিতা তরুণী। তাঁর বন্ধুকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে তরুণীকে বলপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্তরা। ২৬ মার্চ নির্যাতিতাকে অবচেতন অবস্থায় তাঁর বাড়ির কাছে ফেলে আসে অভিযুক্তরা। ভোর ৪ টের দিকে জ্ঞান ফিরতে কোন রকমে বাড়ি পৌঁছান তরুণী। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। চলন্ত গাড়ির মধ্যে তাঁকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।