বড়সড় বিপাকে পড়ল বঙ্গ বিজেপি। গতকাল রামনবমী উপলক্ষ্যে বাংলা-সহ দেশের নানা প্রান্তে উদযাপনে মেতে ওঠেন গেরুয়া-কর্মীরা। বিজেপি বরাবরই দাবি করে, রামচন্দ্র ক্ষত্রিয়, তাই রামের নামে মিছিলে অস্ত্র থাকাই স্বাভাবিক। কিন্তু এবার মিছিলে দেখা গেল রিভলভারও! দুটি ভিডিও প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মিছিলে রিভলভার নিয়ে যোগ দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। ভিডিওগুলি টুইট করেছেন দলের ২ সাংসদ ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র এবং দলের মুখপাত্র কুণাল ঘোষ। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রামনবমীর মিছিল এবং তাতে অস্ত্র ব্যবহার নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল প্রশাসন। তৃণমূলের থেকেও বিরোধিতা করা হয়েছিল। বৃহস্পতিবার থেকে মিছিল ঘিরে কিছু বিচ্ছিন্ন অশান্তির ঘটনা নিয়েও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তারই মধ্যে এই ভিডিয়ো প্রকাশ্যে এল। একটিতে দেখা যাচ্ছে রাস্তার উপরে হলুদ পাঞ্জাবি পরা এক যুবক ডান হাতে রিভলভার নিয়ে আকাশের দিকে তুলে নাচছেন। অপরটিতে জিনস, সবুজ টিশার্ট এবং মাথায় গেরুয়া ফেট্টি জড়ানো এক যুবক রিভলভার হাতে লরিতে চেপে যাচ্ছেন। দু’টি ভিডিওরই সত্যতা যাচাই করে দেখেনি ‘এখন খবর’।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই বাংলায় রামনবমী উপলক্ষে মিছিলের রমরমা দেখা যাচ্ছে। কোথাও কোথাও অস্ত্র নিয়েও মিছিল হয়। তবে সেই অস্ত্রের মধ্যে সাধারণত তলোয়ার, গদা, তির-ধনুক ইত্যাদিই দেখা যায় বেশি। আর এবার দেখা গেল রিভলভার। “এটা তো ‘দেবতার অস্ত্র’ হতে পারে না?” এমন প্রশ্ন তুলেই বিজেপিকে একহাত নিয়েছেন তৃণমূল নেতারা। অভিষেকের অভিযোগ, মিছিল থেকে দুই সম্প্রদায়ের মানুষকে পরস্পরের বিরুদ্ধে যাওয়ার উস্কানি দেওয়া হয়েছে। গোলামাল তৈরি করতে অস্ত্র সরবরাহ করা হয়েছে। সাম্প্রদায়িক উত্তজেনা তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা বলেও অভিযোগ করেছেন অভিষেক।হবিজেপি নেতা-কর্মীরা অতীতে রামনবমীর মিছিলে অংশ নিলেও তার সে ভাবে ঘোষণা থাকত না। কিন্তু এ বার বিজেপি আগেই জানিয়ে দিয়েছিল, দল আয়োজন না করলেও রাজ্যের সর্বত্র নেতা-কর্মীরা মিছিলে অংশ নেবেন। এ বার সেই মিছিলে রিভলভার ব্যবহারের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই প্রবল অস্বস্তিতে পদ্ম-নেতৃত্ব।