মুম্বইয়ের পর গোয়াতেও নিগ্রহের শিকার হলেন এক বিদেশি পর্যটক তরুণী। কয়েকদিন আগেই মুম্বইয়ের রাস্তায় এক কোরিয়ান ইউটিউবার তরুণীকে যৌন হেনস্থার করা হয়েছিল গোয়া। এবার গোয়ার রিসর্টে নিগ্রহের শিকার হলেন এক পর্তুগিজ তরুণী পর্যটক। অভিযোগ, ওই পর্তুগীজ পর্যটকের শ্লীলতাহানি করা হয়। তাঁকে ছুরি দিয়ে আঘাতও করা হয়। গুরুতর জখম হয়েছেন ইউরিকো নামে ওই পর্তুগীজ পর্যটক। অভিযুক্ত ওই রিসর্টেরই কর্মী অভিষেক বর্মা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, উত্তর গোয়ার পারনেমে অবস্থিত ওই রিসর্টটি। অভিযুক্ত অভিষেক ওই রিসর্টেই কর্মরত। তার বিরুদ্ধে অভিযোগ, সে গোয়া ঘুরতে আসা পর্তুগীজ পর্যটক ইউরিকোকে যৌন হেনস্থা করে। তাঁকে ছুরি দিয়েও কোপায়। এমনকী ইউরিকোকে বাঁচাতে একজন ছুটে এলে, তাঁকেও ছুরি দিয়ে কোপায় অভিযুক্ত অভিষেক।
পাশাপাশি পুলিশ জানিয়েছে, রিসর্ট কর্মী অভিযুক্ত অভিষেক বর্মা অভিযোগকারীর ভাড়া করা তাঁবুর মধ্যে ঢুকে পড়ে। তাঁকে নিগ্রহ করতে শুরু করলে, যখন তিনি সাহায্য চেয়ে চিৎকার করতে শুরু করেন। তখন একজন স্থানীয় ছুটে আসেন তাঁকে সাহায্য করতে। তাঁকে দেখেই অভিযুক্ত পালিয়ে যায়। কিন্তু তারপরই আবার সে একটা ছুরি নিয়ে আসে। এসেই কোপাতে শুরু করে দুজনকে। তারপর পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, মাস কয়েক আগে দক্ষিণ কোরিয়ার একজন ইউটিউবারের মুম্বইয়ের রাস্তায় হয়রানির শিকার হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা গিয়েছে যে, কীভাবে একজন ব্যক্তি লাইভ ভিফিও চলাকালীন একজন ব্যক্তি তার হাত ধরে টেনে ওই ইউটিউবারের হয়রানি করছিলেন। এক মিনিটের ভিডিওটিতে দেখা যায়, প্রতিবাদ করা সত্ত্বেও একজন যুবক তার হাত টেনে ধরে। ওই মহিলাকে লিফট দেওয়ার অফার করছে। লাইভ স্ট্রিমিং চলাকালীন-ই ঘটে পুরো ঘটনাটি। যা ঘিরে শুরু হয় তোলপাড়।