অবিবাহিত যুগলের ওপর সমাজের চোখরাঙানি লেগেই থাকে। সেই যুগল যদি হয় ভিন্ন ধর্মের তবে তার মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। সেই অসুস্থতারই প্রতিফলন ফের দেখা গেল চেন্নাইয়ের ভেলোরে।
৩০ মার্চ কয়েকজন দুষ্কৃতীর একটি দল আক্রমণ করে একদল অবিবাহিত যুগলকে। তাদের মধ্যে এক মুসলিম মহিলাকে বোরখা খোলার হুমকি দেওয়া হয়। এখানেই শেষ নয়, গোটা ঘটনার ভিডিও করে আক্রমণকারীদের একজন আপলোড করে সোশ্যাল মিডিয়ায়।
অবিবাহিত যুগলদের রীতিমতো ধমকের সুরে বলা হয় যে ভিন্ন ধর্মের যুবকের সঙ্গে মেলামেশা করলে মহিলাদের বোরখা পড়া চলবে না। পাশাপাশি, সম্পর্কে থাকলে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়ার পরামর্শও দেওয়া হয় নীতিপুলিশদের তরফ থেকে।
প্রসঙ্গত, এর আগেও অবিবাহিত যুগলের ওপর এমন ভাবেই হেনস্থা চালিয়েছিল একদল দুষ্কৃতী, পরে সেই ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। পুলিশের কাছে এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।