হাওড়া কাণ্ডে কড়া মুখ্যমন্ত্রী। প্রশাসনের পাশাপাশি হামলাকারীদের উদ্দেশে কড়াবার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘নাটের গুরুদের দিকে নজর রাখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে’। শুক্রবারের পবিত্র নমাজের সময় হাওড়ায় ফের উসকানি দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে শান্তিবজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রামনবমীর সন্ধেয় হাওড়া অশান্তির ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাতেই সে বার্তা দিয়েছিলেন। শুক্রবার সকালে সংবাদমাধ্যমকে দেওয়া বার্তায় তিনি জানান, কোনও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনা ঘটাতে পারে না। ওদের রমজান চলছে। ওরা কোনও অন্যায় করেনি। হিন্দুরাও এধরনের কাজ করতে পারে না’। মুখ্যমন্ত্রী বলেন, ‘হাওড়ায় হিন্দুরা হামলা করেনি। যারা করেছে তারা সব ক্রিমিনাল। বিজেপি আর ওদের ওই বজরং দল, হিন্দু মহসভা কীসব মাথামুন্ডু আছে, তারা এটা করেছে।’
গোটা ঘটনার দায় গেরুয়া শিবিরের উপর চাপিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, বিজেপির অনেক শাখা রয়েছে। ওরাই পরিকল্পনামাফিক এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ মিছিলের অনুমতি দেয়নি বলে আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মমতা এদিন বলেন, বিজেপি পরিকল্পনা করে দেশের ১০০টি জায়গায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটিয়েছে।