বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। এবার যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরির সুবর্ণ সুযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। মোট ৮টি পদে নিয়োগ করবে কলকাতা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৩ এপ্রিল সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে পারেন।
জানা গিয়েছে, এই চাকরির জন্য কোনও পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পাওয়া যাবে। মোট শূন্যপদ ৮টি। যার মধ্যে রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১টি পদ, ফিজিক্সে ১টি পদ, ম্যাথে ২টি পদ, কেমিস্ট্রিতে ১টি পদ, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ১টি পদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১টি পদ এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১টি পদ। ৮টি পদেই বেতন মিলবে মাসিক ৪০ হাজার টাকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে। ওবিসি, এসসি, এসটি ও পিডব্লিউডি প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।