‘মোদী হঠাও দেশ বাঁচাও’ বলে এক সপ্তাহ আগে প্রচার শুরু করেছে আম আদমি পার্টি। ১১টি ভাষায় ওই স্লোগান সম্বলিত পোস্টার দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছে তারা।
বৃহস্পতিবার থেকে নতুন প্রচার শুরু করল অরবিন্দ কেজরিওয়ালের দল। এই প্রচারের মূল কথা হল, দেশ একজন শিক্ষিত ব্যক্তিকেই প্রধানমন্ত্রী পদে দেখতে আগ্রহী।
যার অর্থ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা। কালক্ষেপ করেনি বিজেপি।
দিল্লি বিজেপির মুখপাত্র হরিশ খুরানা আপের প্রচারের নিন্দা করে বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পরিণতি ভুগতে হবে। একাধিকবার প্রমাণিত হয়েছে, দেশবাসী মোদীজির নিন্দা সহ্য করেন না।
বৃহস্পতিবার আপের নয়া প্রচারের প্রসঙ্গ সামনে আনেন দলের রাজ্যসভার সাংসদ মনোজ সিং। এক ভিডিও বার্তায় তিনি রসিকতার সুরে বলেন, ‘দেশের কি একজন শিক্ষিত প্রধানমন্ত্রী দরকার?’–এই কথা লেখা পোস্টার দিল্লি পুলিশ সরিয়ে দিচ্ছে। এর অর্থ প্রধানমন্ত্রী এবং বিজেপি পরিবার মনে করে একজন অশিক্ষিত ব্যক্তিরই প্রধানমন্ত্রী হওয়া উচিত।