আবহাওয়া পরিবর্তন হতেই গত এক মাসে দেশজুড়ে বাড়তে শুরু করেছে জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যা। আর এরই মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। যার ফলস্বরূপ ভারতে আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে সংক্রমণ। গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশে বাড়ছে দৈনিক আক্রান্ত সংখ্যা।
বুধবার সারা দেশে ৩ হাজার ১৬ জন কোভিডে আক্রান্ত হয়েছিলেন। গত ৬ মাসে সংক্রমণের হারে ওটাই ছিল সর্বোচ্চ। বৃহস্পতিবার সংক্রমণের হার আরও বৃদ্ধি পায়। আর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত শুক্রবারের পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৯৫ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের নিরিখে প্রথম তিনটি রাজ্য হল দিল্লী, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। এই পরিস্থিতিতে শুক্রবার তড়িঘড়ি কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসতে চলেছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।