আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ দৃঢ়তর করতে তৎপর তৃণমূল। খুব শীঘ্রই ৪ দিনের সফরে পূর্ব মেদিনীপুর জেলায় পাড়ি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরে দলনেত্রীর উপস্থিতিতে দলীয় কর্মী সম্মেলনে ১ লক্ষ মানুষের উপস্থিতির লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা তৃণমূল। বৃহস্পতিবার তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্বের উপস্থিতিতে দলীয় কর্মী সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় প্রতিটি বুথ থেকে ১৫ জন কর্মীকে সভায় উপস্থিত হতে হবে। তাঁরা যাতে উপস্থিত হন সেই দায়িত্ব নিতে হবে ব্লক সভাপতিদের। সেইসঙ্গে যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা ও শ্রমিক সংগঠনকেও গুরুত্ব নিয়ে কাজ করতে হবে। জমায়তের লক্ষ্যমাত্রা ১ লক্ষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি জানা গিয়েছে, ৩রা এপ্রিল কলকাতা থেকে হেলিকপ্টারে দীঘা আসার পথে হেঁড়িয়ার ঠাকুরনগরে প্রশাসনিক সভা করে দীঘায় পৌঁছবেন মমতা। ওই সভাকে একাধিক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন, সরকারি প্রকল্প বিতরণ করবেন। পরের দিন অর্থাৎ ৪ঠা এপ্রিল দীঘার হেলিপ্যাড ময়দান লাগোয়া মাঠে কর্মী সম্মেলনে যোগ দেবেন তিনি। ইতিমধ্যে প্রশাসনিক সভাস্থল নিয়ে বৈঠক শুরু করেছেন জেলা প্রশাসন। এদিন পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প নিয়ে সাংবাদিক বৈঠক করেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তরুণকুমার মাইতি। কাঁথি সাংগঠনিক জেলার ব্লকগুলিতে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে কতগুলি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে, তারই পরিসংখ্যান তুলে ধরেন তাঁরা।