বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে হাওড়ার শিবপুরে। বিশৃঙ্খলায় ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এবার এপ্রসঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, “অমিত শাহের সঙ্গে দেখা করে হাওড়ায় অশান্তির ছক কষেছিল বিজেপি নেতৃত্ব?” গত ২৭শে মার্চ দিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরের দিন সুকান্ত মজুমদার-সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতারা। পরে সংবাদমাধ্যমের উদ্দেশে তাঁরা বার্তা দিয়েছিলেন, “পরের দিন টেলিভিশনের পর্দায় চোখ রাখুন। দেখতে পাবেন।” এই মন্তব্যকেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে হাতিয়ার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাহলে কি এই অশান্তি দেখার কথাই বলেছিল বিজেপি নেতৃত্ব? রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে এমনই প্রশ্ন।
প্রসঙ্গত, অভিযোগের স্বপক্ষে এদিন পুলিশের চিঠি তুলে ধরেন অভিষেক। জানান, বিজেপির তরফে আবেদন করা হয়েছিল। কিন্তু অনুমতি দেয়নি পুলিশ। এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ,গায়ের জোরে, গুণ্ডামি করে রুট বদল করেছে বিজেপি। অশান্তি করতে ছোট-ছোট ফল বিক্রেতাদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রামনবমী পালনের ধরন নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। “ডিজে বাজিয়ে, কোমরে বন্দুক ঝুলিয়ে কে রামনবমী পালন করে? এধরনের সংস্কৃতি ছোট থেকে দেখিনি। বিজেপির বাংলায় সাংসদের সংখ্যা বৃদ্ধির পর থেকেই এই অশান্তি বেড়েছে”, গেরুয়াশিবিরকে একহাত নিয়ে বক্তব্য তৃণমূল সাংসদের।