হাওড়া জেলায় রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি হয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর অগ্নিসংযোগ হয়েছে। এলাকায় বেশ কয়েকটি গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়, দোকানপাট ভাঙচুর করা হয়। উত্তর দিনাজপুরের ডালখোলাতেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। যাতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। যদিও পুলিশ দাবি করেছে, হার্ট অ্যাটাকের কারণে একজনের মৃত্যু হয়েছে।
রাম নবমীর হিংসা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি রাম নবমীর মিছিল বন্ধ করেননি এবং বিজেপি এক মাস ধরে হিংসার পরিকল্পনা করেছে। টিএমসি সুপ্রিমো দাবি করেছেন যে এটি কোনও সাম্প্রদায়িক ইস্যু নয়, বিজেপির মদতপুষ্ট হিংসা।
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী জোট গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বিরোধীদের কাছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার আবেদনও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি অখিলেশ যাদব, তেজস্বী যাদব, নীতীশ কুমার এবং সমস্ত দলকে একসঙ্গে বসে লড়াই করার আহ্বান জানাচ্ছি।’ মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ‘বিজেপির টার্গেট হল আগে বাংলাকে আর্থিক ভাবে দুর্বল করা, তারপর অশান্তি ছড়ানো। বাংলাকে অবিশ্বাস করলে নেপাল, ভুটান প্রভৃতি দেশও বিপর্যস্ত হয়।’