প্রয়াত বাবাকে টেনে কদর্য মন্তব্য করায় এবার সিপিএমের শতরূপ ঘোষকে আইনি নোটিস পাঠালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের আইনজীবী অয়ন চক্রবর্তী শতরূপকে আইনি নোটিস পাঠিয়ে স্পষ্ট বলেছিলেন, ৭২ ঘন্টার মধ্যে শতরূপকে ক্ষমা চাইতে হবে। আর তাতেই হল কাজ। অবশেষে চাপের মুখে প্রকাশ্যে নিজের ‘টেস্টটিউব বেবি’ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন বামনেতা শতরূপ ঘোষ।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। বাম নেতা শতরূপ ঘোষের গাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল। তাঁর প্রশ্ন ছিল, ২০২১ সালে নির্বাচনী হলফনামায় যেখানে মাত্র ২ লক্ষ টাকা সম্পত্তি দেখিয়েছিলেন শতরূপ, সেখানে ২০২৩ সালে কীভাবে ২২ লাখি গাড়ির মালিক হলেন তিনি? এর জবাবেই কুণাল ঘোষকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেন শতরূপ। বলেন, ‘আমার বাবা আছে। সবার বাবা থাকে। তাঁরা গিফটও দেন। আশা করি কুণালবাবুরও ছিলেন, যদি না উনি টেস্ট টিউব বেবি হয়ে থাকেন।’
এই মন্তব্যের জেরেই বৃহস্পতিবার শতরূপকে আইনি নোটিস পাঠান কুণাল ঘোষের আইনজীবী। পাশাপাশি আইনি নোটিস পাঠানো হয় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও। এ প্রসঙ্গে কুণালের বক্তব্য ছিল, শতরূপ সেদিন আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম রাজ্য দফতরে বসে ওইরকম কদর্য কথাবার্তা বলার ৪৮ ঘণ্টা পরেও সেলিমদা, বিমানদারা নিন্দা করেননি। এতে প্রমাণিত, ওঁরা এই কুৎসার সমর্থক ও পৃষ্ঠপোষক। তাই ৭২ ঘণ্টার মধ্যে সকলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করা হয়। যদিও আইনি নোটিসের কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় টেস্টটিউব বেবি মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন শতরূপ।