খানিক স্বস্তিতে আমজনতা। এবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন জানাল, রেশন গ্রহীতার আধার কার্ড না থাকলেও তিনি রেশন পাবেন। সম্প্রতি দিল্লীতে অর ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়ার এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কারও আধার কার্ড না থাকলে সে রেশন পাবেন না এমনটা মোটেও নয়। আধার কার্ড না থাকলেও মিলবে রেশন। ডিলারদের সংগঠনের দাবি, কেন্দ্র নাকি এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে। খুব শীঘ্রই কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে এই বিজ্ঞপ্তির কপি পাঠানো হবে বলেও জানিয়েছেন ওই সংগঠনের প্রতিনিধিরা।
প্রসঙ্গত, অনেক সময় রেশন গ্রাহকদের আধার কার্ড থাকলেও তার নম্বর যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। অনেকে আবার বিভিন্ন কারণে আধার কার্ড করে উঠতে পারে না। এই অবস্থায় রাজ্য সরকারগুলির ঠিক কী করণীয় তা জানাতেই কেন্দ্রের তরফে এই বিজ্ঞপ্তি আনা হচ্ছে। কেন্দ্র সরকার এই সমস্যা সমাধান করতে নির্দিষ্ট নিয়ম তৈরি করেছে যা রাজ্য সরকারগুলিকে মেনে চলতে হবে। বাংলা সহ দেশের অনেক রাজ্যের এই আধার কার্ডের নম্বর যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আর তার জেরে রেশন প্রাপ্তি নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে ওই আধার কার্ড হোল্ডারদের। সেই সমস্যা যাতে আর না হয় তার জন্যই কেন্দ্র ঠিক করেছে আধার কার্ড না থাকলেও রেশন পাবেন গ্রাহক। তবে সে ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই সব নিয়ম খুব শিগগির বিজ্ঞপ্তির কপির আকারে রাজ্যগুলিকে পাঠিয়ে দিতে চলেছে কেন্দ্র, সূত্র অনুযায়ী ইঙ্গিত মিলেছে এমনটাই।