বৃহস্পতিবার সকালে প্রায় ৩০-৪০ জন পুণ্যার্থী মন্দিরের ভিতরের কুয়োর ছাদে উঠে পড়তেই ঘটে গিয়েছিল বিপত্তি। হুড়মুড় করে ভেঙে পড়েছিল তা।এবার মধ্যপ্রদেশের ইন্দোরের স্নেহনগরে বালেশ্বর মন্দিরে কুয়ো ভেঙে পুণ্যার্থীদের পড়ে যাওয়ার সেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫। ইন্দোরের জেলাশাসক ইলিয়ারাজা টি বলেছেন, ‘এই ঘটনায় মোট ৩৫ জন মারা গিয়েছেন। ১৪ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন।
দু’জন চিকিৎসার পরে নিরাপদে বাড়ি ফিরেছেন। বাকিদের চিকিৎসা চলছে।’ তিনি আরও যোগ করেন, ‘বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ উদ্ধার অভিযান শুরু হয়েছিল এবং তা এখনও চলছে।’ উল্লেখ্য, রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার সকালে বালেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন কয়েকশো পুণ্যার্থী। পুজো চলাকালীন দর্শনের জন্য প্রায় ৩০-৪০ জন পুণ্যার্থী মন্দিরের ভিতরের একটি কুয়োর ছাদে উঠে পড়েন। মন্দিরের ভিতরেই থাকা বহু দিনের পুরনো সেই কুয়োর মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেই ছাউনি যথেষ্ট শক্তপোক্ত না হওয়ায় তা ভেঙে দুর্ঘটনা ঘটে।