বৃহস্পতিবার রেড রোডের ধরনামঞ্চ থেকে আরও একবার বামেদের কটাক্ষে বিঁধলেন রাজ্যৃর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “হাতে গোনা কয়েকজন লোক পেনডাউন করছে। যারা বসে আছে তারা চিরকুটে চাকরি পেয়েছে। জনগণের টাকা দিয়ে পেনডাউন হচ্ছে। তিন পাতার তালিকা আছে আমাদের কাছে। সব ফাইল খুঁজে রাখতে বলেছি। টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে আরও চাই। এত সমস্যা থাকা সত্ত্বেও রাজ্যে ১০৬ শতাংশ ডিএ দিয়েছি, ষষ্ঠ পে কমিশন করে সমস্ত এরিয়ারের টাকা দিয়েছি।” পাশাপাশি মমতার বক্তব্য, ডিএ মঞ্চে চিরকুটে চাকরি পাওয়ারা। অধিকাংশেরই বাম জমানায় চিরকুটে চাকরি হয়েছে।
এদিন ইডি-সিবিআইকে একহাত নিয়ে মমতা জানান, “বিজেপির বিরুদ্ধে বললেই জেলে পাঠাচ্ছে। সিবিআইকে পাঠিয়ে দিচ্ছে। বিজেপি জমিদারদের মতো আচরণ করছে। সাংসদ থেকে বের করে দিচ্ছে। দেড় বছরে ১৬০টি কেন্দ্রীয় দল এসেছে।” কটাক্ষ করে তৃণমূলনেত্রী বলেন, “সবাই দুর্নীতিগ্রস্ত, বিজেপি একমাত্রা সাদা।” মমতার দাবি, বঞ্চনার শিকার বাংলা। রাজ্যের সব টাকা আটকে দিয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেও লাভ হয়নি। মোদী সরকারকে কড়া ভাষায় নিশানা করেছেন মমতা। “৩ বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। সৌজন্য দেখিয়ে প্রধনমন্ত্রীকে বলেছি। আমার দলের সাংসদরা বলেছে। আমাদের প্রাপ্য দেওয়া হচ্ছে না। মন্ত্রীদের পাঠিয়েছি, চিঠি দিয়েছি। বাংলার বরাদ্দ বন্ধ। এইভাবে ২ বছর কেটে গিয়েছে। আদানিদের জন্য এলআইসি বেচে দিয়েছে”, বক্তব্য মুখ্যমন্ত্রীর।