বারাণসী হল ভারতের মন্দির-শহর। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। এখানের মণিকর্নিকা ঘাটকে দেশের অন্যতম পবিত্র শ্মশানঘাট মনে করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের পূণ্যার্থীরা এখানে ভিড় জমান বছরভর। আর এবার সেই মণিকর্নিকা ঘাটেই উঠল চটুল নাচের অভিযোগ। সেখানে স্বল্পবসনা পোশাক পরে নাচতে দেখা গিয়েছে নর্তকীদের। এমনকী ওই তরুণীদের দিকে টাকা ওড়ানো হয়েছে বলেও জানা গিয়েছে।
মণিকর্নিকা ঘাটে প্রতি বছর মহাশ্মশান নাথ বাবার অনুষ্ঠান হয়ে থাকে। এবছর তিন দিন ব্যাপি অনুষ্ঠান হয়। তারই শেষ দিনের অনুষ্ঠান নিয়েই বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে, সেই অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন বেশ কয়েক জন স্বল্পবসনা নতর্কী। চলছে তাঁদের চটুল নাচের অনুষ্ঠান। মঞ্চের সামনে দর্শকের উপচে পড়া ভিড়। সেই ভিড় থেকে বেশ কয়েক জনকে নৃত্যরত তরুণীদের উদ্দেশে টাকা ওড়াতেও দেখা গিয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।