কিছুদিন আগেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজুকে বলতে শোনা গিয়েছিল, কিছু অবসরপ্রাপ্ত বিচারপতি, এই ৩-৪ জন। আর কিছু সমাজকর্মী ভারত-বিরোধী গ্যাংয়ের মতো আচরণ করছেন! যা নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার মোদীর মন্ত্রীর মন্তব্য নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন দেশের বিভিন্ন প্রান্তের আইনজীবীরা। রিজিজুর বক্তব্য আসলে দেশের গণতান্ত্রিক কাঠামোয় নতুন অবক্ষয়। খোলা চিঠিতে এমনই লিখলেন দেশের শ’তিনেক আইনজীবী।
খোলা চিঠিতে আইনজীবীরা বলছেন, ‘আমরা দেশের বিভিন্ন প্রান্তে ওকালতি করি। সদ্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী যে মন্তব্য করেছেন, সেটা ভারতীয় গণতন্ত্রের জন্য নয়া অবক্ষয়। যাঁরা নিজেদের গোটা জীবন শুধু আইনের শাসন কার্যকর করার জন্য দিয়ে দিল, তাদের এভাবে দেশদ্রোহী বলে দেগে দেওয়া এই দেশকে আসলে নতুন গভীরতায় নামিয়ে দেওয়া।’ ওই আইনজীবীদের বক্তব্য, কেন্দ্রীয় আইনমন্ত্রীকে নিজের মন্তব্য প্রত্যাহার করতে হবে। এবং ক্ষমা চাইতে হবে।