তৃণমূলে যোগ দিলেন তরুণ কুমারের নাতি, অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখলেন। উত্তম কুমার এবং তরুণ কুমারের নাতি সৌরভ টেলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ।
মমতা বললেন, ‘আমরা মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা করি। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ আছে। আমার বাবার সঙ্গে তরুণ কুমারের যোগাযোগ ছিল। এই পরিবার বাংলার সম্মানিত পরিবার। সেদিন উত্তম কুমারের দেহ রাখতে দেওয়া হয়নি রবীন্দ্রসদনে৷ আমরা মানবিক দিক থেকে দেখি। ওঁদের পরিবারের সঙ্গে আমার ভাল সম্পর্ক আছে।’
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টা নাগাদ রেড রোডে পৌঁছন তরুণ কুমারের নাতি তথা অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। মঞ্চে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দোলা সেন, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা-সহ অন্যান্যরা। তাঁদের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন সৌরভ।
অভিনেতার যোগদানের পর উত্তম কুমারের পরিবারের সঙ্গে তাঁদের সম্পর্কের কথা তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘তরুণ কুমার আমার বাবার বন্ধু ছিলেন। উত্তম কুমারের পরিবারের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। এই পরিবার বাংলার সম্মানীয় পরিবার’। সেই সঙ্গে উত্তম কুমারের মরদেহ রবীন্দ্রসদনে রাখতে না পারার প্রসঙ্গও তুললেন তিনি। বললেন, ‘উত্তম কুমারের মরদেহ রবীন্দ্রসদনে রাখতে দেওয়া হয়নি। এগুলো মানবিকতা নয়, সংস্কৃতি নয়। আমরা সম্পর্কগুলো বজায় রাখি। এগুলোই আমাদের সম্পদ’।