পুরী সফরের আগে তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিসেবে ধরনায় বসবেন। যেমন কথা তেমন কাজ। বুধবার বেলা ১২ টা নাগাদ ধরনা মঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি এ কথা স্পষ্ট করে দিয়েছেন, যে সরকারের তরফ থেকে নয়, ধরনা হচ্ছে তৃণমূলের তরফ থেকেই।
এদিন ধরনা মঞ্চে বেশ কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর দেখা যায় অরূপ বিশ্বাস উঠে গিয়ে কিছু বলছেন মমতাকে। এরপরই মাইক হাতে নেন মুখ্যমন্ত্রী। মঞ্চের গান থামিয়ে দেওয়া হয়। এরপর মমতা বলেন, ‘আমার দুটি পদ রয়েছে। একদিকে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই রাজ্যের মানুষ বঞ্চিত হলে আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। অন্যদিকে, আমার আরও একটি পদ হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। এই তৃণমূলের সরকারই রয়েছে রাজ্যে। তাই আজ প্রোগ্রামটা সরকারের তরফে না করে দলের তরফে করছি।’