বুধবার আদানি ইস্যু নিয়ে এবং ‘গণতন্ত্র বাঁচাও’ স্লোগান তুলে সংসদে ধর্ণা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতন্ত্র, সংবিধান ব্যবস্থা, সংসদ ধ্বংস করছে, এই অভিযোগেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এর জবাব দিতে হবে কেন্দ্রকে, এই দাবিতেই তাঁরা ধর্ণা শুরু করেন।
এদিন সকালে সংসদে আম্বেদকর মূর্তির সামনে ধর্ণা শুরু করেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তাঁদের হাতে ধরা পোস্টারে লেখা “সেভ ডেমোক্রেসি, সেভ কন্সটিটিউশন, সেভ পার্লামেন্ট, সেভ ফেডেরালিজম”। কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্র, সংবিধান, সংসদ ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদরা। এদিনের ধর্ণায় যোগ দেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, জহর সরকার, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব, মৌসম নুর প্রমুখ।
আজ রাজ্যেও যেহেতু তৃণমূল কংগ্রেসের বড় কর্মসূচি রয়েছে, তাই সৌগত রায়, শান্তনু সেনের মতো তৃণমূলের বেশ কয়েকজন সাংসদ দিল্লি থেকে কলকাতায় ফিরে এসেছেন। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা চত্বরে যে ধর্ণা কর্মসূচিতে বসছেন, তাতে যোগ দিতেই কলকাতায় ফিরে এসেছেন কয়েকজন সাংসদ। অন্যদিকে, দিল্লিতে সংসদ অধিবেশনের জন্য় রয়ে গিয়েছেন ১৫ জন সাংসদ।