গত বৃহস্পতিবার সুরাতের আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। আর শাস্তি হওয়ার পরই ২৪ ঘণ্টা কাটার আগেই খারিজ হয়ে যায় তাঁর সাংসদ পদ। ইতিমধ্যে লোকসভার আবাসন সংক্রান্ত প্যানেল রাহুলকে নোটিস পাঠিয়ে বলেছে, আকবর লেনের সাংসদ বাংলোও তাঁকে ছেড়ে দিতে হবে। পরিস্থিতি যখন এমনই তখন স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে রাহুলের কেন্দ্র কেরালার ওয়েনাড়ের উপনির্বাচন নিয়ে। কেউ কেউ এও জল্পনা ভাসিয়ে দিয়েছিলেন, রাহুলের কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হতে পারেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। এবার সেই ভোটের দিনক্ষণ নিয়ে সাংবাদিককদের প্রশ্নের জবাব দিলেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার।
বুধবার ছিল, কর্ণাটকের ভোটের নির্ঘণ্ট প্রকাশ। তা করার পরেই ওয়েনাড়ের উপনির্বাচন নিয়ে রাজীব কুমারকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘উপনির্বাচন করতে হয় ৬ মাসের মধ্যে। ওই কেন্দ্রের যে বিষয় আপনারা বলছেন তা তো এক সপ্তাহও কাটেনি। এত তাড়াহুড়ো কীসের।’ সেইসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনার এও বলেছেন, ‘নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। রাজনৈতিক দলগুলি যে কোনও বিষয়, যেভাবে ব্যাখ্যা করতে পারে, জল্পনা তৈরি করতে পারে তা নির্বাচন কমিশনের শোভা পায় না।’ অনেকের মতে, সাংসদ পদ খারিজের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার পথে হাঁটতে পারেন রাহুল। তাই সবটা দেখে নিয়েই হয়তো উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।