এবার বাংলার রাজভবন হয়ে উঠবে ‘জন রাজভবন’। দীর্ঘদিনের রীতি ভেঙে এখন থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে রাজভবনের দুয়ার। খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সিদ্ধান্তের কথা জানিয়ে রাজভবনের প্রতীকী চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার সোমবার দু’দিনের সফরে বাংলায় আসেন দ্রৌপদী মুর্মু। ওই দিনই রাষ্ট্রপতির সম্মানে রাজভবনে নৈশভোজের আয়োজন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রীও। তখনই তাঁর হাতে একটি প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি। যে চাবি সিভি আনন্দ বোস দিয়েছিলেন রাষ্ট্রপতি মুর্মুকে। মঙ্গলবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজভবন। সেখানেই জানানো হয়, রাজভবন এখন থেকে ‘জন রাজভবন’। অর্থাৎ রাজভবনের ভিতর ও বাইরে ঘুরে দেখার সুযোগ পাবেন আমজনতাও। যার নাম দেওয়া হয়েছে ‘হেরিটেজ ওয়াক’।