বুধবার থেকে রেড রোডে মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ ধরনায় বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখান থেকেই অভিনব উপায়ে বিজেপিকে কটাক্ষ করলেন তিনি। ধরনা মঞ্চে এবার দেখা গেল ‘বিজেপি ওয়াশিং মেশিন’। যাতে কালো কাপড় দিলেই নিমেষে সেটা সাদা হয়ে যাচ্ছে। প্রসঙ্গত, তৃণমূলের বরাবরের অভিযোগ, ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে শুধু বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। আবার বিজেপিতে যোগ দিলেই তাঁদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে। বিজেপিতে যোগ দিলেই নাকি কলঙ্কমুক্ত হয়ে যাচ্ছেন দুর্নীতিগ্রস্তরা। বিজেপি যেন ওয়াশিং মেশিন। ধরনা মঞ্চে সাধারণ নাগরিকদের সামনে তেমনটাই তুলে ধরলেন মমতা।
উল্লেখ্য, এদিন ধরনা মঞ্চে একটি ওয়াশিং মেশিনের কাট-আউট আনা হয়েছিল। যার উপরে লেখা ছিল ‘বিজেপি ওয়াশিং মেশিন’। তারপর নিজে মুখ্যমন্ত্রী দেখালেন, এই বিজেপি ওয়াশিং মেশিনে কালো কাপড় দিলেই সেটা সাদা কাপড়ে পরিণত হচ্ছে। সঙ্গে মঞ্চে উপস্থিত তৃণমূলের অন্য নেতারা গান গাইলেন, “ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, কালোকে করে সাদা, এটাই এর ফায়দা!” অর্থাৎ মমতার বার্তা, বিজেপি দুর্নীতিগ্রস্ত, নীতিহীন নেতাদের জন্য ওয়াশিং মেশিনের মতো কাজ করছে। এর আগে একুশে জুলাইয়ের মঞ্চে মুড়ির ধামা নিয়ে ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তার প্রতিবাদ করেছিলেন মমতা। সঙ্গে ছিল গ্যাসের সিলিন্ডারও। তারও আগে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় স্কুটি চালাতেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে।