কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে টানা তিরিশ ঘণ্টা ধর্ণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর এই অবস্থানে যাতে প্রশাসনিক কাজ না আটকে থাকে, তার জন্য ধর্ণা মঞ্চের পিছনেই একটি অস্থায়ী অফিস তৈরি করা হয়েছে।
মমতা বললেন, ‘একটা হল আমি বাংলার মুখ্যমন্ত্রী। তাই বাংলার মানুষের সঙ্গে কোনও অবিচার হলে আমার উপর একটা দায়বদ্ধতা থাকে। মানুষের সেই দায়িত্বটা পালন করার। আর দুই হচ্ছে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। এবং এই সরকার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। তাই আজকের এই ধর্নাটা আমি রাজ্য সরকারের তরফ থেকে না করে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি। তার কারণেই আপনারা তৃণমূল কংগ্রেসের লোগো দেখতে পাচ্ছেন। সুতরাং আমি ডবল ডিউটি পালন করছি’।
কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘আমি বিজেপির মতো সরকারের অর্থ অপচয় করে এ সব করি না। তাই এটা হল দলের অনুষ্ঠান। কিন্তু আমরা সরকারের তরফ থেকে আছি। আমাদের সব মন্ত্রীরাও আছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন সামনে সংবিধানও আছে। সংবিধান তারাই রাখে, যারা ভারতের গণতন্ত্রকে শ্রদ্ধা করে। ভারতের সংবিধানকে সম্মান করে। ভারতবর্ষের নাগরিকত্ব, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য আজকে আমরা এখানে বসেছি।’
তবে তাঁর এই অবস্থানে যাতে প্রশাসনিক কাজ না আটকে থাকে, তার জন্য ধরনা মঞ্চের পিছনেই একটি অস্থায়ী অফিস তৈরি করা হয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে গর্জে ওঠার সময়ও রাজ্যের কোনও প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটতে দেবেন না তিনি। কেন্দ্র কিংবা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে অতীতেও ধরনা অবস্থান করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।