“ধরব ধরব করছি, তবু ধরতে পারছি না”। খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে নিয়ে এমনই নাস্তানাবুদ অবস্থা পাঞ্জাব পুলিশের। প্রায় দু’দপ্তাহ হয়ে গেল মেগা অপারেশন শুরু করেছে তারা। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে ধরা যায়নি। এবার যেমন ফের পুলিশের চোখে ধুলো দিয়ে পালালেন খলিস্তানি সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’র প্রধান। মঙ্গলবার সন্ধেয় অমৃতপাল ও তাঁর সঙ্গী পাপলপ্রীত সিংকে ফের নাগালে পেয়েও ধরতে পারলেন না পাঞ্জাব পুলিশকর্মীরা।
একটি সাদা ইনোভা গাড়ি পাঞ্জাবের ফাগওয়াড়া থেকে হোশিয়ারপুর যাচ্ছিল। পুলিশের সন্দেহ হয় গাড়িটিতে অমৃতপাল রয়েছেন। একটি পুলিশ চেকপোস্ট পেরনোর পরই গাড়িটি এক গুরদ্বারে দাঁড়ায়। আর তখনই সেখান থেকে নেমে চম্পট দেন অমৃতপাল ও পাপলপ্রীত। তবে এরই পাশাপাশি দু’জন সন্দেহভাজনকে অবশ্য আটক করতে পেরেছে পুলিশ। ওই দু’জন ইনোভা গাড়িটিকে পিছু নিচ্ছিলেন। এরপরই পুলিশ স্থানীয় এলাকাগুলি তন্নতন্ন করে তল্লাশি চালায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও সন্ধান পেলেনি পলাতক খলিস্তানি নেতার।